সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃত উদাহরণ সিলেট
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক
ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও সিলেটের সুনাম রয়েছে – আশুতোষ প্রখর জী
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃত উদাহরণ আমাদের এই সিলেট। আধ্যাত্মিক রাজধানী বলে খ্যাত সিলেটে সকল ধর্মের মানুষ এক মেল বন্ধনে আবদ্ধ। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরীর হোটেল হিলটাউনে ভারতের প্রখ্যাত ধর্মগুরু শ্রীমৎ আশুতোষ কতমহারাজ এর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। শ্রীচৈতন্য গবেষণা কেন্দ্র সিলেট এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি শ্রীমৎ আশুতোষ প্রখরজী মহারাজ সিলেটের ভূয়সী প্রশংসা করে বলেন, শুধু বাংলাদেশেই নয়, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও সিলেটের সুনাম রয়েছে। সিলেটে সকল বর্ণের ধর্মের মণীষিদের আগমন ঘটেছে। আমি সিলেটে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, জগদ্বন্ধু ধামের অধ্যক্ষ বন্ধুপ্রীতিম ব্রহ্মচারী, সিলেট বিভাগের ট্রাষ্টি রাখাল চন্দ্র ঘোষ, হিন্দুক-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য। এছাড়াও আশুতোষ প্রখরাজ মহারাজের সম্মানে মির্জাজাঙ্গালের নিম্বার্ক আশ্রমে অপর এক সংবর্ধনার আয়োজন করা হয়। শ্রীমৎ আশুতোষ প্রখরজী মহারাজ আজ চট্টগ্রামের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। বিজ্ঞপ্তি