খাদিমনগরে ২য় বারের মতো বিজয় নিশ্চিত করলেন বর্তমান চেয়ারম্যান দিলোয়ার
ডেস্ক রিপোর্ট :: সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটযুদ্ধ শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গনণার কাজ। এই গণনায় বেসরকারিভাবে ৩ নং খাদিমনগর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী বিএনপি নেতা দিলোয়ার হোসেন ২য়বারের মতো বিশাল ব্যবধানে বিজয়ী হতে চলেছেন। তিনি ৮ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী তারা মিয়া থেকে।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার ৮টি ইউনিয়নের ৯৫টি কেন্দ্রের ৬০৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সংঘাত-সংঘর্ষের কারণে টুকেরাবাজারের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এবার সদর উপজেলার ৮টি ইউনিয়নের ২ লাখ ৭ হাজার ৩৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিকে ভোট গ্রহণ শেষে এখন বিভিন্ন কেন্দ্রে গণনার কাজ চলছে।
উল্লেখ্য, সদর উপজেলার ১নং জালালাবাদ, ২নং হাটখোলা, ৩নং খাদিমনগর, ৪নং খাদিমপাড়া, ৫নং টুলটিকর, ৬নং টুকেরবাজার, ৭নং মোগলগাঁও ইউনিয়ন এবং ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এসব ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ৪৯০ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা পদে ৯১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫৯ জন প্রার্থী রয়েছেন।