হবিগঞ্জে গ্রামবাসীর সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ: শিশু নিহত
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জ সদরের মশাজান নোয়াবাদ গ্রামে বালু তোলা নিয়ে সংঘর্ষে এক শিশু মারা গেছে। খোয়াই নদীতে বালু তোলা নিয়ে রোববার রাতে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বাঁধে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
নিহত শিশুর নাম তাসফিয়া আক্তার। সংঘর্ষ থামিয়ে দেড় বছরের এই শিশুর লাশ পুলিশ উদ্ধার করে এনেছে বলে সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, “ওই গ্রামের কাছের খোয়াই নদীর একটি অংশ লিজ নিয়ে বালু উত্তোলন করে আসছে জেলা ছাত্রলীগ নেতা মুসা আহমেদ রাজু, ছাব্বির আহমেদ রনিসহ কয়েকজন। নদী থেকে বালু উত্তোলন করার সময় গ্রামের মুরব্বি আম্বর আলী, মন্নর আলীসহ কয়েকজন বাধা দেয়। এ নিয়ে মারামারি বাঁধে।”
রাত ১১টার দিকে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর হয় বলে পুলিশ জানায়।
তাসফিয়া নিহত হওয়া ছাড়াও অন্তত ১০ জন আহত হন বলে ওসি জানান।