পিআইবিতে সিলেটের সাংবাদিকদের জন্য অনলাইন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
মেধার বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে : বাসস সম্পাদক
এম এ মালেক,ঢাকা থেকে: বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেছেন, দেশ আমাদের সবার। তাই দেশের উন্নয়ন-অগ্রগতিতে সাংবাদিকদেরকে ভূমিকা রাখতে হবে। যদি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি না হয় তা হলে আমাদের জবাবদিহিতা করতে হবে জানিয়ে দেশের উন্নয়নের জন্য সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার বিকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সেমিনার কক্ষে সিলেটের সাংবাদিকদের জন্য অনলাইন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ও অপরাধ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আমাদের অনেক মেধা ও সম্পদ আছে’ মন্তব্য করে বাসস সম্পাদক বলেন, এই মেধার বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। ঢাকার বাইরের সাংবাদিকদের কথা উরেøখ করে তিনি ঢাকার বাইরের সাংবাদিকরা যখন ঢাকায় কোন কাজে আসবেন তখন পিআইবিতে থাকার ব্যবস্থা করার জন্য পিআইবি মহা পরিচালকের প্রতি অনুরোধ জানান। প্রেস ইন্সটিটিইউট অব বাংলাদেশ (পিআইবি)’র আয়োজিত তিন দিনব্যাপী এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র মহা পরিচালক মো. শাহ আলমগীর। পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ বিভাগের পরিচালক আনোয়ার বেগম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক আবু সালেহ আকন। এ সময় প্রশিক্ষণার্থী সাংবাদিকদের পক্ষ হতে বক্তব্য রাখেন বদর উদ্দিন আহমদ ও মিসবাহ উদ্দিন আহমদ। পরবর্তীতে সিলেটের ৩৪ জন প্রশিক্ষণর্থী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। উল্লেখ্য যে, গত রবিবার থেকে সিলেটের অনলাইন পোর্টালে কাজ করা ৩৪ জন সাংবাদিক পিআইবি’তে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণের প্রথম দিন, রবিবার প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ডেইলি স্টার’র সিটি ডেস্কের ডেপুটি এডিটর মাহমুদুল হক, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান ও পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর। দ্বিতীয় দিন, সোমবার প্রশিক্ষক হিসেবে ছিলেন মোহনা টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ ও ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শফিউল ইসলাম। সমাপনী দিন, মঙ্গলবার প্রশিক্ষকের ভূমিকা পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতি’র সভাপতি মোস্তাফা জব্বার, বিএফইউজে’র মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া। যেসব অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা প্রশিক্ষণে অংশ নিলেন সেগুলো হলো, বাংলা নিউজ আপডেট ডটকম, নিউজ মিরর টোয়েন্টি ফোর ডটকম,সিলেট রিপোর্ট ডটকম, সিলেটভিউ টোয়েন্টি ফোর ডটকম, সিলেট টোয়েন্টি ফোর নিউজ ডটকম, ড্রিম সিলেট ডটকম, ঢাকা নিউজ টোয়েন্টি ফোর ডটকম, সিলেটের কণ্ঠ টোয়েন্টি ফোর ডটকম, ম্যাসমিডিয়া বিডি ডটকম, সিলেট সংবাদ ডটকম, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম, সময়বার্তা ডটকম, নতুনমাত্রা টোয়েন্টি ফোর ডটকম, সুরমা টাইমস ডটকম, ডেইলি বিডি নিউজ ডটনেট, পরিবর্তন ডটকম, বাংলাডাক ডটকম, হবিগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর ডটকম, নিউজ হবিগঞ্জ ডটকম, দি সুনামগঞ্জ টাইমস ডটকম, হাওর টোয়েন্টি ফোর ডটকম, পাতাকুঁড়ি ডটনেট, বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডটকম, দি রিপোর্ট টোয়েন্টি ফোর ডটকম, সাভার নিউজ টোয়েন্টি ফোর ডটকম, আইপোর্ট বিডি ডটকম ও বাংলা মেইল টোয়েন্টি ফোর ডটকম। যে সমস্ত সাংবাদিক প্রশিক্ষনে অংশ নিলেন তারা হলেন, বদর উদ্দিন আহমদ, বশির আহমদ জুয়েল, এম এ রহিম, শফিক আহমদ, এম,এ,মালেক, ছামির মাহমুদ, মুহাম্মদ রুহুল আমীন নগরী, সৈয়দ বাপ্পী, সাদীকুর রহমান সাকী, সুর্বণা হামিদ, মিসবাহ উদ্দীন আহমদ, শেখ আব্দুল মজিদ, খলিলুর রহমান স্টালিন, আয়শা সিদ্দিকা আশা, জাহাঙ্গির আলম খায়ের, হাসনা বানু নীলা, রফিকুল ইসলাম কামাল, ফারহানা বেগম হেনা, আজাদ আহমদ, শিব্বির আহমদ, আফরোজ খান, সৈয়দ মুসাব্বির রিমন, মহিউদ্দীন খালেদ, জালাল আহমদ, শামস শামীম, শাহজাহান চৌধুরী, নুরুল ইসলাম শেফুল, পরি রায়, জিয়াউদ্দীন দুলাল, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ফয়সল চৌধুরী, মো: নুর উদ্দীন, আবুল ফজল মো: সাইফুদ্দীন, জাকির হোসেন ।