সিলেটের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের দাবী গণদাবী পরিষদের

231 copyবৃহত্তর সিলেট গণদাবী পরিষদ (তৃণমূল) কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক আলোচনা সভা গতকাল বৃহষ্পতিবার নগরীর সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব আখলাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক মুরাদ আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক এম.এ মুহিত, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট শামীম হাসান চৌধুরী, ইয়াওর বখ্ত চৌধুরী, এডভোকেট আব্দুল আহাদ, জমির উদ্দিন চেয়ারম্যান, আব্দুল মজিদ সরকার, সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, শাহ শেরওয়াম মোহাম্মদ কামালী, এম.এ জলিল, আসমা বেগম, আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, কবি নূরুদ্দীন রাসেল, জামাল আহমদ, জিতেন্দ্র লাল শর্মা, নজরুল ইসলাম শ্যামল, মাসুদুর রহমান চৌধুরী, আব্দুল খালিক, নূর মিয়া, শরীফ আহমদ, সাহেদ আহমদ, শরিফ আহমদ চৌধুরী, সৈয়দ আকরাম আল শাহান, সাদিক হোসেন এপলু, লাইলী বেগম, আব্দুল মালিক, হুমায়ুন কবির, জাহিদুর রহমান প্রমূখ।

সভায় সিলেটের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষর প্রতি জোর দাবী জানানো হয়। দক্ষিণ সুরমার টেকনিকেল রোড জিঞ্জির শাহ মাজারের উত্তর পাশে সাধুর বাজার এলাকায় চিহিৃত মাদক ব্যাবসায়ী আবুল কাশেম মুক্তা ও সহযোগী অত্র এলাকার আমান, শাহিন গংদের বিরুদ্ধে যথাযত আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানানো হয়। বৃটিশ ভিসা প্রসেসিং সেন্টার নয়া দিল্লি থেকে পুনরায় ঢাকায় স্থানান্তরের দাবী, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানী বন্ধের জোর দাবী জানানো হয়। শহরতলীর টুকেরবাজার-খাদিমগর সড়কে টাউন বাস সার্ভিস চালুর দাবী জানিয়েছেন গণদাবী পরিষদ নেতৃবৃন্দ।
এর আগে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড.তৌফিক-ই-এলাহী চৌধুরীর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় গণদাবী পরিষদের পক্ষ থেকে জ্বালানী উপদেষ্টাকে ফুল দিয়ে সিলেটে স্বাগত জানানো হয়। বিজ্ঞপ্তি