ফের আটকে গেল টাঙ্গাইল উপনির্বাচন
ডেস্ক রিপোর্ট :: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে আপিলের অনুমতি দিয়ে টাঙ্গাইল-৪ আসনের উপ নির্বাচন আবারও স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (১৫ মার্চ) প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ ইয়াসীন খান জানান, আদালত কাদের সিদ্দিকীর ‘লিভ টু আপিল’ মঞ্জুর করে ৩ মে আপিল শুনানির দিন ঠিক করে দিয়েন।
“ওই সময় পর্যন্ত টাঙ্গাইলের নির্বাচন স্থগিত থাকবে বলে আদালত জানিয়েছেন।