নির্মাণ শ্রমিককে জীবন্ত কবর

9ডেস্ক রিপোর্ট :: ভারতের মধ্যপ্রদেশে এক ব্যক্তিকে জীবন্ত কবর দিয়েছে তার সহকর্মীরা। এ ঘটনা ঘটে একটি নির্মাণ প্রকল্পে। প্রকল্পের কাজ চলছিল এমন একটি স্থানে ওই ব্যক্তি ঘুমিয়ে ছিলেন। এ সময় তার সহকর্মীরা ভুল করে তার ওপর সিমেন্টের মিশ্রণ ঢালতে থাকেন। এতে মিশ্রণের নিচে চাপা পড়েন ওই ব্যক্তি। একপর্যায়ে ওই ব্যক্তি মারা যান। ঘটনাটি ঘটেছে ভূপালে পেঞ্চ রিভার ড্যাম প্রজেক্টে। সেখানেই এক ফাঁকা স্থানে ঘুমাচ্ছিলেন জয় রাম। এমন স্থানে কেউ ঘুমাতে পারে এটা বুঝতে না পেরে তার ওপর একের পর এক সিমেন্টের মিশ্রণ ফেলতে থাকেন সহকর্মীরা। সিমেন্টের মিশ্রণ যাতে সব স্থানে সমানভাবে পড়ে, সমতল হয়, সেজন্য একটি স্টিমরোলার দিয়ে ভিতরে নাড়াচাড়া করেন তারা। এরপর সেখান থেকে চলে যান সহকর্মীরা। এ ঘটনা ঘটে গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৪টায়। একপর্যায়ে ওই সিমেন্টের মিশ্রণের ভিতর থেকে বেরিয়ে আসে একটি হাত। সহকর্মী শ্রমিকরা খনন করে উদ্ধার করেন জয় রামের মৃতদেহ। এ ঘটনায় ওই প্রকল্পের নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এখন পুলিশের চোখ ফাঁকি দিতে পালিয়ে বেড়াচ্ছে তারা।