ওসমানী মেডিকেলে ইন্টার্ণ নার্সদের আন্দোলন স্থগিত

nurses of osmaniসুরমা টাইমস রিপোর্টঃ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ণ নার্সরা আন্দোলন স্থগিত করে নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আন্দোলন স্থগিত করা হয়েছে।
নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন- মঙ্গলবার বিকেল থেকে তদন্ত কমিটি কাজ শুরু করছে। এ কারণে শিক্ষার্থীদের বুঝিয়ে আন্দোলন স্থগিত করা হয়েছে। এরআগে বিকেল পর্যন্ত নার্সিং কলেজের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করে বলে তিনি জানান।
সন্ধ্যা ৬ টার মধ্যে শির্ক্ষার্থীদের কলেজ ছাড়ার ব্যাপারে তিনি বলেন- শিক্ষার্থীদের অনেকে এখনো কলেজ ক্যাম্পাসে অবস্থান করছেন। অনেকে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
এদিকে, ইন্টার্ণ চিকিৎসক কর্তৃক বিএসসি নার্সকে মারপিঠের ঘটনায় মঙ্গলবার থেকে তদন্তে নেমেছে ৫ সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটিতে রয়েছেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আলী হাসান, এনেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. বেলাল উদ্দিন, সার্জারি বিভাগের অধ্যাপক কাজী এনাম, নার্সিং তত্বাবধায়ক তুলসী রানী নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী।