জগন্নাথপুরে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশসহ আহত ৫
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে কমিটি গঠন নিয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশসহ ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটে।
এ নিয়ে দুই গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
দলীয় সূত্রে জানাগেছে, সম্প্রতি এমদাদুর রহমান সুমনকে সভাপতি ও রাহিম হাসানকে সাধারণ সম্পাদক করে উপজেলার কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করে দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল। এ কমিটিকে চ্যালেঞ্জ করে জাহিদ আলম রিয়াদকে সভাপতি ও লায়েক আহমদকে সাধারণ সম্পাদক করে কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আরেকটি কমিটি গঠন করে দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান। এ নিয়ে তাদের মধ্যে গ্রুপিংয়ের সৃষ্টি হয়।
এ নিয়ে বৃহস্পতিবার জগন্নাথপুর কলকলিয়া ইউনিয়নের এরালিয়া বাজারে ও কলকলিয়া বাজারে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জগন্নাথপুর আগমন উপলক্ষে প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের এমদাদুর রহমান সুমন গ্রুপ জনসভা মঞ্চে ফেস্টুন লাগানো ও খুলে ফেলাকে কেন্দ্র করে স্থানীয় এরালিয়া বাজারে প্রথমে সুমন গ্রুপ ও রিয়াদ গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে কলকলিয়া বাজারে আবারো দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় জগন্নাথপুর থানার ওসি মুরসালিনের নেতৃত্বে পুলিশ দল প্রাণপন চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পৃথক ঘটনায় ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান সুমন, রাহিম হাসান, এক পুলিশ সদস্যসহ ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।