‘কাউন্সিলেই ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বিএনপি’
ডেস্ক রিপোর্ট :: আসন্ন দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে বিএনপি সারা দেশে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, আমাদের ভুলে গেলে চলবে না, দেশের সাধারণ মানুষ বিএনপির নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। খালেদা জিয়ার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। আসন্ন কাউন্সিলের মধ্য দিয়ে সারা দেশে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। আমাদের যে অধিকার তা ফিরিয়ে আসনে পারবো। ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে পারবো। জনগণের সরকার গঠন করতে আমরা সক্ষম হবো। আজ বিকালে রাজধানীর কাফরুলে হালিম ফাউন্ডেশন মডেল স্কুলে আয়োজিত কাফরুল থানা বিএনপির আহ্বায়ক আলী আজগর মাতাব্বরের কুলখানি ও এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন একটা তামাশা ছিল। পবর্বতীতে সিটি করপোররেশন নির্বাচনও একটা তামাশায় পরিণত হয়েছিল। কিছুদিন আগে পৌরসভা নির্বাচন হয়ে গেল। কয়েকদিন পর ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। একই ঘটনার পুনরাবৃত্তি, একটি দৃশ্য আমরা দেখতে পাবো। তিনি বলেন, বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র ছিনিয়ে নেয়া হচ্ছে। প্রায় ৬৩ জন প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলই করতে দেয়া হয়নি। দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, সরকার সফলভাবে দেশে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এটা নিজেদের স্বার্থে করছে। কারণ তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সেজন্যই নির্বাচনের তামাশা করে, প্রহসন করে ক্ষমতা দখল করে রাখতে চায়। মির্জা আলমগীর বলেন, অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে বিভক্তির কোন সুযোগ নেই। আজকে যে সঙ্কট সৃষ্টি হয়েছে, বিপদ এসেছে তাতে শুধু বিএনপির ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সমস্ত দেশ ও জাতি বিপদের মধ্যে পড়েছে। এই জন্যই আমাদেরকে ঐক্য হয়ে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যতই মামলা দেয়া হোক না কেন তাকে কেউ বাধা দিতে পারবে না। কারণ তিনি দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন। মির্জা আলমগীর বলেন, আমাদের নেতাকর্মীদের যতই হত্যা করা হোক না কেন তারা আবারও নতুন চেতনা নিয়ে সাহস নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে যাবে। দেশে রাজনীতি নেই মন্তব্য করে তিনি বলেন, আমাদের অধিকারগুলোকে ছিনিয়ে নেয়া হয়েছে। আমরা আজকে কথা বলতে পারি না। লিখতে পারি না, সংগঠন ও সমাবেশ করতে বাধা দেয়া হয়। এমন একটি পরিস্থতির মধ্যে চলতে হচ্ছে। এখন একটিমাত্র দলের পরিচালনায় তাদের শাসনে এই দেশ চলছে, আমরা এমন দেশ চাইনি। এসময় প্রয়াত আলী আজগর মাতব্বরের স্মৃতিচারণ করেন তিনি। কাফরুল থানা বিএনপির সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন মতির সভাপতিত্বে স্মরণসভায় ঢাকা মহানগর বিএনপির নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভুইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী আবুল বাশার, ইউনুস মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।