সিলেট মহানগর জামায়াতের ২১শে ফেব্রুয়ারীর আলোচনা সভা
একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে
——হাফিজ আব্দুল হাই হারুন
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন- মায়ের মুখের ভাষা আল্লাহ প্রদত্ত অধিকার তা কেড়ে নেয়ার সাধ্য কারো নেই। তৎকালিন পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল। বাংলা মায়ের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষার বিজয় অর্জন করেছে। ভাষা শহীদগন দেশ মাতৃকার গর্বিত সন্তান। রাজনৈতিক সংকীর্নতায় ভাষা সংগ্রামের ইতিহাস বিকৃত করার সুগভীর ষড়যন্ত্র চলছে। ঢাকসুর তৎকালিন জিএস ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযম ভাষা সংগ্রামে অগ্রনী ভুমিকা পালন করে দেশপ্রেমিক জনতার হৃদয়ে ঠাই করে নিয়েছেন। সেখান থেকে তাঁকে মুছে ফেলার সাধ্য কারো নেই। একুশের চেতনা মানে মাথা নত না করা। দেশ-জাতির চরম ক্রান্তিলগ্নে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক জনতার মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি গতকাল রোববার মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী নুরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, বিমানবন্দর থানা জামায়াতের আমীর মুফতী আলী হায়দার ও সেক্রেটারী ক্বারী আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আব্দুস শহীদ ও এডভোকেট আজিম উদ্দিন।