অসামাজিকতার অভিযোগে সুরমা হোটেল থেকে আটক ১২
ডেস্ক রিপোর্টঃ সিলেট নগরীর একটি হোটেলে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (সোমবার দিনগত) রাত ৩টায় সুরমা মার্কেট এলাকার সুরমা হোটেল থেকে তাদের আটক করা হয়। আটকরে মঙ্গলবার আদালেতে পাঠানো হয়েছে।
সিলেট মহানগরীর কোতোয়লি থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন মঙ্গলবার বিকেল চারটায় এই তথ্য জানিয়েনেছেন। তবে থানার বাইরে থাকায় আটকদের নাম জানাতে পারেননি তিনি। আটককৃতদের মধ্যে ছয নারী ও ছয় পুরুষ রযেছে।