প্রতিহিংসার আগুনে পুড়ছে ওসমানীনগরের হামতনপুর : দেড়মাসে ৫টি অগ্নীকান্ড
এসএম হেলাল, বালাগঞ্জঃ বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরের হামতনপুর গ্রামে দুটি পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে ঘটছে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেই চলছে। চলতি সপ্তায় ১দিনের ব্যবধানে দুটিসহ বিগত গত প্রায় দেড় মাসে ৫টি অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সর্বশেষ মঙ্গলবার মধ্যরাতে দুস্কৃতিকারীরা গ্রামের মানিক মিয়ার গো খাদ্যের ঘরসহ একটি পরিত্যক্ত ঘর পোড়িয়ে দেয়। দুস্কৃতিকারীদের দেয়া আগুনে ২/৩ দিন পরপর ধারাবাহিক ভাবে পোড়ে ছাই হচ্ছে বসতঘর, গো খাদ্যের ঘরসহ হাজার হাজার টাকার কৃষি যন্ত্রপাতী। প্রতিটি ঘটনায় ফায়ার সার্ভিস সময় মতো পৌছে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে ভুক্তভোগীরা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হামতনপুর গ্রামে সরকারী জায়গায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। উভয় পক্ষে চলছে পাল্টাপাল্টি মামলাও। বর্তমানে এই বিরোধের জের ধরে গ্রামে ঘটছে একের পর এক অগ্নীকান্ড। রাতের আধারে দুস্কৃতিকারীরা আগুন দিয়ে শত্র“তা মেটাচ্ছে। সর্বশেষ গত মঙ্গলবার মধ্যরাতে দুস্কৃতিকারীরা গ্রামের মানিক মিয়ার গো খাদ্যের ঘরসহ একটি পরিত্যক্ত ঘর পোড়িয়ে দেয়। গত রবিবার রাতে কদর মিয়ার গো খাদ্যের ঘরে আগুন দিয়ে পোড়িয়ে দেয় দুস্কৃতিকারীরা। এর আগে গ্রামের সিতু মিয়ার বসত ঘর ও গো খাদ্যের ঘরে, অনু মিয়া ও রজাক মিয়ার গো খাদ্যের ঘর আগুনে পোড়িয়ে দেয়া হয় বলেও জানা গেছে।
এব্যাপারে ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ বলেন, অগ্নীকান্ডের ঘটনা গুলো ঘটলেও কারো কোন নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। সীমানা প্রাচির নিয়ে উভয়পক্ষে দুটিসহ তিনটি মামলা রয়েছে বলেও জানান তিনি।