সিলেটের রাজপথে ‘মিসেস মোমেন’
ডেস্ক রিপোর্টঃ সিলেটের কৃতি সন্তান ও জাতিসংঘ মিশনের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুজ ড. আবুল কালাম মোমেন সিলেটের রাজনীতি সরব হয়েছেন মাত্র ক’দিন আগে। আর তার সাথে এবার রাজনীতিতে যুক্ত হলেন তার সহধর্মিনী সেলিনা মোমেনও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন সেলিনা মোমেন। দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া ওই মিছিলের সামনের সারিতে ছিলেন তিনি। এসময় তার কন্ঠজুড়ে শ্লোগানও উচ্চারিত হয়- ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম…।
সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষ হওয়ার সাথে সাথে সেখানে উপস্থিত হন ড. এ.কে মোমেনও। এসময় তিনি মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।