বিয়ানীবাজার বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ গ্রেফতার
ডেস্ক রিপোর্টঃ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদকে বিয়ানীবাজার থানা পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয় গোডাউন বাজার এলাকা থেকে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে পুলিশ এ্যাসল্ট মামলাসহ একাধিক মামলার আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোডাউন বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আবুল বাশার মোঃ বদরুজ্জামান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নেতৃত্বে ও উপপরিদর্শক (এসআই) বেলায়েত উল্লাহ একদল পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মোঃ বদরুজ্জামান (ওসি তদন্ত) বলেন, বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।