রণকেলী মুহিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ওয়াজমাহফিল ২০ জানুয়ারী
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মাদ্রাসা রনকেলী মুহিউস সুন্নাহ মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ২০ জানুয়ারী বুধবার।মুহিউস সুন্নাহ মাদ্রাসা মাঠে সকাল ১০ টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি
হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতী ওলীউর রহমান(ছাহেবজাদায়ে বর্ণভী), বিশেষে অতিথির বয়ান পেশ করবেন মাওলানা হারুনুর রশিদ (সুনামগঞ্জী),মাওলানা তাফহীমুল হক(হবিগঞ্জী),মাওলানা নুরুল হক নবীগঞ্জী,মাওলানা মঞ্জুর রশিদ আমিনী(কাতিয়া),মাওলানা আজিজুর রহমান সিরাজ ঘোগারকুলী,মাওলানা আসিক উদ্দিন (দাড়ীপাতনী),মাওলানা তফজ্জুল আলী (পালপাড়ী)। উক্ত
তাফসীর মাহফিলে মুসলিম জনতার উপস্থিতি কামনা করছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটির নের্তৃবৃন্দ।