গোলাপগঞ্জে সাংবাদিক মতিউল বারী চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ (সিলেট) থেকে আজিজ খানঃ গোলাপগঞ্জে বিশিষ্ট সাংবাদিক ও ব্যাংকার মতিউল বারী চৌধুরী খুর্শেদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরীব গোলাপগঞ্জ প্রেসক্লাবে আমরা গোলাপগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন,সংগঠনের সেক্রেটারী মুছা আহমদ চৌধুরী ছায়েম। গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রবীণ আলিম মাওলানা আব্দুল হক। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুল গফুর,উপজেলা বিএনপি নেতা সৈয়দ হাসান মাহমুদ বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম, গোলাপগঞ্জ পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী,গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল জলিল সেলিম,বাঘা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী আব্দুল কাদির সেলিম, গোলাপগঞ্জ প্রেসক্লাব যুগ্ম সম্পাদক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, দপ্তর সম্পাদক গোলাম দস্তগীর খাঁন ছামিন, মাওলানা আব্দুল জলিল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খাঁন, সাংবাদিক সেলিম হাসান কাওছার, কেএম আব্দুল্লাহ, ছাত্রনেতা শাহনুর আহমদ, শিপন আহমদ,ইলিয়াস মুক্তি পরিষদ ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের আহবায়ক ফখরুল ইসলাম শাকিল প্রমুখ।