দরিদ্র এতিম অসহায় মেয়েদের বিবাহ সহায়তা দিচ্ছে বিশ্বনাথ এইড ইউকে
বিশ্বনাথ প্রতিনিধিঃ এতিম, অসহায় ও দরিদ্র মেয়েদের বিয়েতে বিবাহ সহায়তা দিচ্ছে বিশ্বনাথ এইড ইউকে। সংগঠনটি প্রথমবারের মত বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় গতকাল সোমবার ক্লাব কার্যালয়ে মুফতিরগাঁও গ্রামের মৃত সোনাফর আলী ও আছারুন নেছার মেয়ের বিবাহের জন্য ২০ হাজার টাকা সহায়তা দেয়া হয়।
প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী মুহাম্মদ জামালউদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, কোষাধ্যক্ষ শহিদুর রহমান, সদস্য মোহাম্মদ আলী শিপন, নূরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম প্রমুখ।