মরণোত্তর সম্মাননা পাচ্ছেন অমর নায়ক সালমান শাহ
বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের রাজপুত্র, অমর নায়ক সালমান শাহ মরণোত্তর সম্মাননা পাচ্ছেন। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন এই পুরস্কার প্রদান করবে। সালমানের মা নীলা চৌধুরী ও সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি কণ্ঠশিল্পী এস এম শফি এই সম্মাননা গ্রহণ করবেন।
আগামী ১৬ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় এফডিসিতে আয়োজিত ‘এজাহিকাফ পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০১৬’ অনুষ্ঠানে ক্ষণজন্মা এই নায়ককে এই সম্মান প্রদান করা হবে। একই মঞ্চে চিত্রনায়ক মান্নাকেও সম্মানিত করা হবে। তার পক্ষে মান্নার স্ত্রী শেলী মান্না সম্মাননা গ্রহণ করবেন।
এজাহিকাফের এই আয়োজনটির ইভেন্ট পরিচালনা করছে লাল সবুজের দল (ব্যান্ড)। অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ নাটক, নৃত্য ও সাংবাদিকতা বিভাগে শ্রেষ্ঠত্বের বিচারে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।