এম এম মুক্তাদির ওয়েল ফেয়ার কল্যাণ ট্রাষ্ট্রের শীত বস্ত্র বিতরণ
এম এম মুক্তাদির ওয়েল ফেয়ার কল্যাণ ট্রাষ্ট্রের চেয়ারম্যান আব্দুল ওদুদ এর উদ্যোগে গতকাল শুক্রবার গরীব দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবক আবু হাছান সাহেদের সভাপতিত্বে ও মোঃ মফিক মিয়ার পরিচালনায় উক্ত বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদস্য সচিব শাহজাহান আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফফার আহমদ হারুন, আনোয়ার হোসেন, আরিফ আহমদ, আবুল কালাম আজাদ, মিনু মিয়া, মিম্বর আলী, সেলিম আহমদ, রাজু আহমদ, আরিফ আহমদ, মো: শফিক আহমদ, সোহেল আহমদ প্রমূখ । কাস্তরাইল, ডালিমপুর, বারোখলা, খোজারখলা, কদমতলী এসব গ্রাম সমূহের প্রায় দু’শতাধিক গরীব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সভা শেষে মোঃ মফিক মিয়ার উদ্যোগে আব্দুল ওদুদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, প্রতি বছর অনেক অসহায় মানুষ শীতের এই নির্মম কষ্টে মারা যায়। যদি বিত্তবান সমাজ একটু মহানুভবতার পরিচয় দিয়ে এসব মানুষের পাশে এসে দাড়াত তাহলে হয়তো এতো লোক শীতের এই নির্মম কষ্টে মারা যেত না। আমি বিত্তবানদের এরকম কাজে অগ্রসর হওয়ার জন্য আহ্বান করছি। জননেত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে যেভাবে অগ্রসর হচ্ছে তার পাশে দেশের বিত্তবান মানুষদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করে গেলে আগামীতে দেশে দুস্থ ও অসহায় কিছুটা হলেও কমে আসবে।