বরগুনায় সংঘর্ষ: শিশু নিহত, আ’লীগ প্রার্থী গুলিবিদ্ধ
ডেস্ক রিপোর্টঃ বরগুনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে যৌথবাহিনী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পৃথক এ সংঘর্ষের ঘটনায় পদদলিত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর থানার ওসি, প্রিসাইডিং কর্মকর্তা, সাংবাদিকসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে জেলার সদর পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট কামরুল আহসান মহারাজ সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেটে নিক্ষেপ করলে অন্তত ৫০ জন আহত হন। এসময় হুড়োহুড়ির মধ্যে এক শিশু পদদলিত হয়। পরে বরগুনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এ সংঘর্ষের পরেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল আহসান কারচুপি ও প্রশাসনের বিরুদ্ধে বিরূপ আচরণের অভিযোগ এনে নিবার্চন বর্জন করেন। পরে বেলা ১টার দিকে বরগুনা সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে কামরুল আহসান তার এজেন্টেদের বের করে নিয়ে মিছিল সহকারে কলেজের বাইরে বের হতে চাইলে যৌথবাহিনী তাদের বাধা দেয়। এসময় যৌথবাহিনীর গুলিতে মেয়র প্রার্থী কামরুল আহসানসহ আটজন গুলিবিদ্ধ হন। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।