কমলগঞ্জে বিএনপি প্রার্থীর ভাই আটক
ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী আবু ইব্রাহিমের ভাই জুনেদ আহমদকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চায়ের দোকানে বসে ভোটারকে প্রভাবিত করার দায়ে মেয়র প্রার্থী আবু ইব্রাহিম জমসেদের ভাইকে আটক করা হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুনেদ আহমদকে আটক করা হয়েছে। তবে তাকে ছেড়ে দেওয়া হবে।