প্রভাকর চৌধুরীর মৃত্যু শোক আমার কাছে পিতার কাদে সন্তানের লাশ : সুরঞ্জিত সেনগুপ্ত
জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধিঃ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন মৃত্যু সবার জন্য অবধারিত, কিছু কিছু মৃত্যু যেটা পাখির পালকের ন্যায় হালকা আর কিছু মৃত্যু আছে যেটা হিমালয় পাহাড়ের মত ভারী, আমাদের সবার প্রিয় প্রভাকরের মৃত্যু তারি মত, অভিজাত পরিবারের উচ্চ শিক্ষিত প্রভাকর চৌধুরী আজীবন নিরলসভাবে অসহায় মানুষের সেবা করেছেন। তার আকস্মিক মৃত্যুতে আমাদের ব্যতিত করেছে, তিনি তার গ্রামের বাড়ী থেকে বের হয়েছিলেন পৌরসভা নির্বাচনের দিন পর্যন্ত দিরাই শহরে অবস্থান করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন, কিন্তু্ু তার সেই আশা পূরান হয়নি, আমরা তার সে আশা পূরন করতে চাই, তার মৃত্যু শোক কে শক্তিতে পরিনত করে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাই কাজ করে যাবেন। তিনি বিএনপির সমলোচনা করে বলেন ৫ ই জানুয়ারী সংসদ নির্বাচনের আগে আমাদের নেত্রী তাদের কে বলেছিলেন আসুন আমরা সবাই মিলে ঐক্যমতের সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করি, কিন্তু্ু তারা সেদিন আমাদের ডাকে সাড়া দেননি, সংবিধান অনুযায়ী ৫ ই জানুয়ারী সংসদ নির্বাচন হল তারা এ নির্বাচন কে না মানলেও গত উপজেলা নির্বাচনে তারা আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেয় এবং আগামী পৌর নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশ নিচ্ছে এটাই আওয়ামী সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব। গতকাল রোববার বিকেল সাড়ে ৪ টায় সদ্য প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাকর চৌধুরীর স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ আয়োজনে পৌর শহরের গোল চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার। সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদের পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সংসদ এডভোকেট শামসুন্নাহার নাহার বেগম শাহানা রাব্বানী। বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী, দিরাই ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, পৌর মেয়র আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায় সহ আওয়ামী লীগ ও অংগসংঘটনের নেতৃবৃন্দ।