কমলগঞ্জে ছাত্রবন্ধু মিলন মেলা

Pic Kamalgonjবিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধিঃ “আসুন বিকশিত স্বদেশ গড়ি, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা করি” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ছাত্রবন্ধু মিলন মেলা-২০১৫। ব্র্যাক শিক্ষা কার্যক্রম, কমলগঞ্জ এর আয়োজনে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ অফিসার্স কাবের সামনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনে এ ছাত্র বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে ছাত্রবন্ধু মিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। সাংবাদিক শাহীন আহমদের সঞ্চালনায় আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, ব্র্যাক শিক্ষা কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম। ছাত্রবন্ধু মিলন মেলার আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা কার্যক্রম কর্মকর্তা রাজিব সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শ্যামা কান্ত সিংহ, আব্দুল মুনিম প্রমুখ। ছাত্রবন্ধুর অভিজ্ঞতা মূলক বক্তব্য রাখেন শিক্ষার্থী শারমীন আক্তার, এস এম আবু আক্কাছ। বক্তারা বলেন, ছাত্রবন্ধু কার্যক্রমের মাধ্যমে প্রতিটি এলাকায় সঠিকভাবে শিক্ষা বিস্তারে ভাল ভূমিকা রাখছে।