ইসলামই মা’কে সর্বোচ্চ সম্মানে আসীন করেছে
সৃজন সংঘ সিলেটের বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে প্রফেসর সামছুন্নাহার
সিলেট সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও মেট্রোসিটি উইমেন্স কলেজ সিলেটের প্রিন্সিপাল প্রফেসর সামছুন্নাহার বলেছেন, শান্তির ধর্ম ইসলামই ‘মা’কে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়েছে। মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত। কুরআনের এই বাণীই প্রমাণ করে মায়ের স্থান সবার উপরে। ইসলামিক জ্ঞান অর্জন ছাড়া মা-বাবার প্রকৃত মর্যাদা উপলব্ধি করা সম্ভব নয়। তাই জাগতিক নারী অধিকার আদায়ের অপসংস্কৃতি পরিহার করে ইসলামের নির্দেশনায় নারীদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি গতকাল রোববার সৃজন সাহিত্য সংঘ সিলেট-এর উদ্যোগে বিশ্ব মা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সংঘের সভানেত্রী শাহিদা বেগমের সভাপতিত্বে ও সম্পাদিকা জাকিয়া নূরী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-কবি লাভলী চৌধুরী, সংঘের নেত্রী শাহিনা খানম হেপী, সৈয়দা মমতাজ বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি