সিলেটে শশ্মান ঘাটে সরকারী দলের সন্ত্রাসীদের হামলা, লুটপাট : পুরোহিত আহত
ডেস্ক রিপোর্টঃ সিলেট হিন্দুদের শশ্মান ঘাটে হামলা চালিয়েছে সরকারী দলের নামধারী সন্ত্রাসীরা। হামলায় শশ্মানঘাটের পুরোহিত রুহন চক্রবর্তী গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৪ডিসেম্বর) সকালে নগরীর চালিবন্দর শশ্মানঘাটে এ ঘটনা ঘটে।
অভিযোগে প্রকাশ, সন্ত্রাসী স্বপন ও কিবরিয়ার নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র নিজেদের সরকার দলের লোক পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। এক পর্যায়ে তারা সিলেট নগরীর সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শবদাহের সর্ববৃহৎ স্থান চালীবন্দর শশ্মান ঘাটে গিয়ে চাঁদা দাবি করে। শশ্মানঘাটের পুরোহিত রুহন চক্রবর্তী চাঁদা দিতে অপরগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্দ হয়ে স্বপন ও কিবরিয়া তাদের দলবল নিয়ে শুক্রবার সকালে শশ্মানঘাটে গিয়ে পুরোহিতের কক্ষে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা পুরোহিত রুহন চক্রবর্তীকে কোপিয়ে গুরুতর জখম করে এবং তার কক্ষের আসবাবপত্র ভাংচুর ও টাকা পয়সা লুটে নেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পুরোহিত রুহনকে সিলেট ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।