বিশ্বনাথে অসুস্থ শিক্ষককে শিক্ষার্থীর লাখ টাকা অনুদান
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে গতকাল শনিবার রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অসুস্থ লিয়াকত আলীকে চিকিৎসার জন্য লাখ টাকা অনুদান দিয়েছে ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীরা।ওই শিক্ষকের পূর্ব মন্ডলকাপন গ্রামের বাড়িতে গিয়ে অনুদান প্রদান করেন শিক্ষার্থীরা।
অনুদান বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মহব্বত আলী জাহান, বিশ্বনাথ প্রেসকাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য নূরউদ্দিন, সমাজসেবক তৈমুছ আলী, মতছির আলী, অনুদান দাতা আমেরিকা প্রবাসী মাসুম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহিদ জেনেট, স্পেন প্রবাসী জালালউদ্দিন, কামরুজামান সেবুল, আজাদ আলী, শরিফ হোসেন, জামাল হোসেন, তারেক মিয়া, রুহুল মিয়া, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, রোশন আলী, ডাক্তার সুমন লাল দাশ, মো. আমির আলী, ফারুক মিয়া, এনামুল হক, শংকর জ্যোতি দে, আব্দুল হাই আবুল, আলতাব খান, আসাদুজামান নূর আসাদ, মামুন মিয়া, মামুন মিয়া।