অনুমতি না পেলেও নারায়ণগঞ্জ যাবেন খালেদা
সুরমা টাইমস রিপোর্টঃ সমাবেশের অনুমতি না পেলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী বুধবার নারায়ণগঞ্জে যাবেন। আজ দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন নিহত কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারের বাসায় যাবেন। বাকিদের বাসায় যেতে না পারলেও পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন।
গুম-খুনের প্রতিবাদে নারায়ণগঞ্জে ১৪ মে সমাবেশ করতে চায় বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া তাতে যোগ দেবেন, এমনই সিদ্ধান্ত ছিল দলের। নগরের বঙ্গবন্ধু সড়কে সমাবেশের অনুমতি চায় দলটি। কিন্তু সমাবেশের অনুমতি মেলেনি। গত বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে বিএনপিকে ওই সড়কে সমাবেশের অনুমতি দেওয়া যাবে না।