জমি দখলের অভিযোগে ৫ র‌্যাব সদস্য গ্রেপ্তার

RABসুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর উত্তরখান এলাকায় জমি দখল করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ৫ র‌্যাব সদস্য। উত্তরখান থানার ওসি মো. ইউনুস আলী বলেন, বিকাল ৪টায় উত্তরখানের ফোজির বাথান নামক এলাকায় একটি খালি জমি দখল করতে যায় র‌্যাবের ওই পাঁচ সদস্য। এতে এলাকাবাসী বাধা দিলে তারা হুমকি দেন। তখন ওই এলাকার লোকজন জড়ো হয়ে তাদের ঘিরে ফেলে এবং একটি ছোট ঘরে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি বলেন, আটককৃত পাঁচজন র‌্যাবের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে রাতে র‌্যাব-১ এর অধিনায়ক কর্নেল কিসমত হায়াৎ বলেন, আমি যতটুকু জানতে পেরেছি আটককৃতদের কোন আত্মীয়ের জমি দখলের জন্য তারা সেখানে গিয়েছিল। এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে অনুসন্ধান করা হচ্ছে। র‌্যাবের একটি সূত্র জানায়, আটকৃতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, কর্পোরাল মিজানুর রহমান ও আনিসুর রহমান। তারা র‌্যাব সদরদপ্তরে কর্মরত। নারায়ণগঞ্জে সাত খুনে সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষাপটে নির্দিষ্ট কাজের বাইরে জমিজমার বিরোধসহ কোনো কাজ না করার ঘোষণা র‌্যাবের পক্ষ থেকে দেয়ার পর এই বাহিনীর পাচ সদস্য গ্রেপ্তারের ঘটনা ঘটল। এ ঘটনায় জমির আলী নামে ওই বাড়ির এক তত্ত্বাবধায়ক বাদী হয়ে একটি মামলা করেছেন।