পন্ডিত রামকানাই দাশের গানের কর্মশালায় মুক্তাক্ষরের শিক্ষার্থীর অংশগ্রহন

কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন নিউইয়র্ক সঙ্গীত পরিষদের পরিচালক কাবেরী দাশ।
কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন নিউইয়র্ক সঙ্গীত পরিষদের পরিচালক কাবেরী দাশ।

পৃথিবীর বিষাদের বঞ্চনাকে সুর তাললয়ে ব্যঞ্জনায় মধুর করতে পারে। এরই চিরসত্যের মাধুর্যকে লালন করতে সুদূর যুক্তরাজ্য থেকে ছুটে আসেন পন্ডিত রামকানাই দাশের সিলেটের মেয়ে কাবেরী দাশ। গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর একুশে পদক প্রাপ্ত পন্ডিত রামকানাই দাশ রচিত ও সুরারোপিত পল্লীধারার গান নিয়ে সিলেট সঙ্গীত পরিষদের উদ্যোগে দু’দিন ব্যাপি কর্মশালার আয়োজন করেছিল। কর্মশালায় অংশগ্রহন করেছিল মুক্তাক্ষরের শিক্ষার্থী ¯েœহা আচার্য মেঘা। নগরীর কুমারপাড়াস্থ সিলেট আর্ট স্কুলে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। এতে প্রায় ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে ছিলেন কন্ঠশিল্পী লাভলী দেবসহ আরও অনেক। কর্মশালাটি পরিচালনা করেন পন্ডিত রামকানাই দাশের মেয়ে কাবেরী দাশ। তবলায় সহযোগিতা করেন কৃতি দাশ ও ক্ষিতীশ দাশ। কর্মশালায় পন্ডিত রামকানাই দাশের মোট নয়টি গান নিয়ে কর্মশালাটি চলে। গানের কথাগুলি ছিল- তোমার আমার প্রাণের সুর/আমি যে ডাল ধরি/তুমি কোন সন্ধানে/তোমার দোকান তুলিয়া/দয়াল গুরুজী/তুমি আমায় লইয়া খেলছো খেলা/বকুলে বসিয়া গাহে/কোকিল কইরাছে ধ্বনি/ওরে মন দুরাচার। কর্মশালার শেষ দিনেও গন্যমান্য ব্যাক্তিবর্গের পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকরাও উপভোগ করেন নিউইয়র্ক সঙ্গীত পরিষদের পরিচালক কাবেরী দাশের কর্মশালাটি।