শীর্ষ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক রাতে
ডেস্ক রিপোর্টঃ স্থায়ী কমিটির সদস্যসহ ঢাকায় অবস্থানরত শীর্ষ নেতাদের সঙ্গে রাতে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কার্যালয় সূত্র জানিয়েছে।
লন্ডনে আড়াই মাস কাটিয়ে দেশে ফেরার পর স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে এটি হবে বেগম খালেদ জিয়ার প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি আলোচনায় আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে মঙ্গলবার রাতে প্রথম অফিস করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।