গাইবান্ধায় পুলিশের স্ত্রী-শিশু কন্যার লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক পুলিশ কনস্টেবলের স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- কনস্টেবলের স্ত্রী কৃষ্ণা রানী (২৮) ও তার মেয়ে অর্পিতা (২১ মাস)। মঙ্গলবার সকাল ৮টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, সুন্দরগঞ্জ থানায় কর্মরত কনস্টেবল পরিমল সুন্দরগঞ্জ পৌর এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী সন্তানকে নিয়ে থাকতেন।
প্রতিদিনের মত গত সোমবার রাতেও স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে স্ত্রী কৃষ্ণাকে ঘরের আঁড়ায় ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় শিশু কন্যার লাশ দেখতে পান তিনি। কখন কিভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কনস্টেবল পরিমলের খবরেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।