১২ ডিসেম্বর ট্টেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সম্মেলন
আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ ট্টেড ইউনিয়ন সংঘের ১৩তম দ্বি-বার্ষিক কেন্দ্রীয় সম্মেলন ঢাকায় অনুষ্টিত হবে। উক্ত সম্মেলন সফলের লক্ষে সংগঠনের সিলেট জেলা শাখার এক প্রস্তুতি সভা মহাজন পট্টিস্থ কার্য্যলয়ে অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি নুরুল হুদা সালেহ। সভায় ছাদেক মিয়াকে আহবায়ক এ.কে. আজাদ সরকার , আবুল কালাম আজাদ, জয়দীপ দাস চম্পু, খোকন আহমদ, সুরুজ আলী, রুহুল আমীন, আইয়ূবুর রহমান, আরিফুল ইসলামকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আগামী ১৯ নভেম্বর প্রস্তুতি কমিটির সভা অনুষ্টিত হবে। সভার শুরুতে কেন্দ্রীয় সাধারণ সম্পদকের চিঠি পাঠ করা হয়। কেন্দ্রীয় সম্মেলন সফলের লক্ষে জেলা বাজেট নির্ধারণ করা হয় এবং তা আদায়ের প্রেক্ষিতে সংগঠনের বিভিন্ন বেসিক ইউনিয়নের উপর চাঁদা নির্ধারণ করা হয়। সভায় আলোচনা করেন আবুল কালাম আজাদ, মো: সুরুজ আলী, রুহুল আমিন, খোকন আহমদ, আইয়ূবুর রহমান, আজাদ সরকার, রমজান আলী পটু, আরিফুল ইসলাম, জয়দীপ দাস চম্পু। এদিকে সম্মেলন সফলের লক্ষে সংগঠনের পুর্বাঞ্চল কমিটির এক সভা ইসলামপুর মেজরটিলাস্থ কার্যালয়ে অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মো: সুরুজ আলী। সভায় আলোচনা করেন জেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ, খোকন আহমদ, মো: নাসির, প্রদীপ বুনার্জি, আং হান্নান, শুকুর আলী, মো: লিটন, মো: আলাউদ্দিন প্রমুখ। সভায় খোকন আহমদকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সভায় ৩০ ডিসেম্বর শাহপরান বাজারে পথ সভা, ৪ ডিসেম্বর ইসলামপুর মেজরটিলা বাজারে প্রচার সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।