ঐক্যের অভাবে দেশে দেশে মুসলমান আজ নির্যাতিত : আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া
কেএম আব্দুল্লাহ গোলাপগঞ্জ থেকে: উত্তর-পূর্ব ভারতের আমিরে শরিয়ত আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া বলেছেন, ইলমে দ্বীন হচ্ছে এমন একটি আলো যার দ্বারা দুনিয়া ও আখেরাতে কল্যাণ সাধিত হবে। ইসলামে শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে এবং বলা হয়েছে যারা জ্ঞানী তাদের মর্যাদাও উচ্চাসনে। মুসলিম উম্মাহ আজ জ্ঞানের পথ থেকে সরে যাওয়ায় ও ঐক্যের অভাবে দেশে দেশে নির্যাতিত নিপীড়িত। তিনি আরো বলেন, জাগতিক জ্ঞান অর্জন শুধু দুনিয়ায় কাজে আসবে ইসলামী জ্ঞান অর্জন করতে পারলে একজন মানুষ দুনিয়া ও আখেরাতে সফলকাম হবে। তিনি ইসলামিক জ্ঞানের আধার মাদ্রাসা শিক্ষার প্রসারে সবার সহযোগীতা আহবান জানান। গতকাল বৃহস্পতিবার গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়ীপাতনে নব প্রতিষ্ঠিত আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম গোলাপগঞ্জের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শায়খুল হাদিস মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে ও মাওলানা ইকবাল হোসাইনের পরিচালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে জামেয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান নব প্রতিষ্ঠিত মাদ্রাসার উদ্যোগকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যাক্ত করেন এমাদ্রাসা থেকে ইসলামের রাহবার ও খাদেম বের হবে। মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারত থেকে আগত মাওলানা এমদাদুল হক, মাওলানা মোমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা আব্দুর রহমান শমসেরনগরী, মাওলানা আপ্তাব উদ্দিন নোমানী প্রমুখ।