ছাতকে সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

ছাতক প্রতিনিধি: এক সপ্তাহ ধরে টানা বর্ষণ ও পাহাড়িঢলে উপজেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকশ’ কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ ও গ্রামীণ সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। শ’শ’ একর আমন ফসলের ক্ষেত তলিয়ে গেছে। হাঁস-মোরগ ও মৎস্য খামার ক্ষতিগ্রস্থ হয়েছে। ভারীবর্ষন অব্যাহত থাকায় বার্জ, কার্গো ও বলগেট নৌকায় লোড-আনলোড প্রায় বন্ধ হয়ে গেছে। বড় ধরনের বন্যার আশঙ্খা করছেন স্থানীয় লোকজন। ইতিমধ্যেই বহু গ্রামের হাজার-হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে। নাইন্দার হাওর, রাঙ্গাডিঙ্গা হাওর, সিংচাপইড় হাওর, ফাটার হাওরসহ বেশ কয়েকটি হাওরের রোপা আমন ক্ষেত ও বীজতলা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। কালারুকা ইউনিয়নের মিত্রগাঁও, চানপুর সড়ক পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক তলিয়ে যোগযোগ ভেঙ্গে পড়ার আশঙ্খা রয়েছে। পৌরসভাসহ ইসলামপুর, নোয়ারাই, চরমহল্লা, সদর, জাউয়া, সিংচাপইড়, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ, ভাতগাঁও, দোলারবাজার ইউনিয়নের নিুাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্য থেকে জানা গেছে, রোপা আমনের ৩শ’ ১৪হেক্টর বীজতলা ও ৩শ’ ৬৭হেক্টর ফসলী ক্ষেত পানিতে তলিয়ে গেছে। উপজেলা উপ-সহকারি কর্মকর্তা আনিসুর রহমান জানান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ ব্লকের প্রায় ১৫হেক্টর রোপা-আমন ধানের ক্ষেত এবং প্রায় ৩হেক্টর বীজতলা পানিতে নিমজ্জিত।