শাবি’র ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে বুয়েটের ছাত্র আটক, অত:পর..
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)- এর এক ছাত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালাত। নাসির উদ্দিন নামের ওই শিক্ষার্থী ভুয়া পরিচয়ে নগরীর জালালবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে পরীক্ষা দেয়ার সময় ধরা পড়েন তিনি। তাকে একবছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত নাসির হোসেনের গ্রামের বাড়ী ঝিনাইদহের চণ্ডিপুর গ্রামে। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিষ্টারের শিক্ষার্থী। তরিকুজ্জামান রনি নামের এক শিক্ষার্থী পরিচয়ে তিনি পরীক্ষার দিতে গিয়েছিলেন, যার রোল নং ১২১৩৪৫৫। উল্লেখ্য, শনিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে বি ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়ে নাসিরকে আটক করা হয়। এ বিষয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. কামারুজ্জামান চৌধুরী বলেন, কাগজপত্র মূল্যায়নের মাধ্যমে আমরা জালিয়াতির বিষয়টি সর্ম্পকে নিশ্চিত হয়েছি। মেবাইল কোর্ট সিদ্ধান্ত যাচাই-বাছায়ের মাধ্যমে এ তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।