শতকোটি টাকার বনবিট ৫৫ লাখ টাকায় লিজ : তদন্ত কমিঠি গঠন
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ সরকারের কোটি কোটি টাকার সম্পদ বিদ্যমান রেখে মৌলভীবাজারের কুলাউড়ার মনছড়া বন বিটের সমৃদ্ধ বন মাত্র ৫৫ লক্ষ টাকায় লিজ প্রদানের সংবাদ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশের পর জেলা প্রশাসনের টনক নড়েছে। বিষয়টি তদন্তের জন্য ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটি মঙ্গলবার সকালে মনছড়া বন বিট পরিদর্শনও করেছেন। এর আগে সংবাদটি প্রকাশের পর পর কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাও মনছড়া বন পরিদর্শন করেন। এসময় সমৃদ্ধ বন দেখে নির্বাহী কর্মকর্তাও হতভস্ব হয়ে যান। তিনি সার্ভেয়ারের রিপোর্টের উপর মতামত দিয়েছেন বলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের জানান। এদিকে মঙ্গলবার ৫ সদস্যের তদন্ত কমিটি সমৃদ্ধ বনজ সম্পদের বাস্তবতা পরিলক্ষিত হয়েছেন। তবে এ এব্যাপারে তদন্ত কমিটির কেউ ফাইনাল রিপোর্ট দেয়ার পূর্ব পর্যন্ত কথা বলতে রাজী হননি। অন্য দিকে বাগান কর্তৃপক্ষ তাদের চা বাগান বাড়ানোর জন্য আবেদন করলেও তারা পূর্বে সরকারের কাছ থেকে যে জমি নিয়ে ছিল ১৩৯৪ একর যার মধ্যে ব্যবহার করেছে মাত্র ৫৭০ একর। তা ছাড়া সরকারের গেজেটও রয়েছে বন বিভাগের হাতে হস্তান্তরিত জমি লিজ বর্হিভুত। অন্য দিকে কোন সরকারের কোন জমি চা বাগানকে লিজ প্রদান করতে হলে এর জন্য একটি কমিটিও বিদ্যমান আছে। আর সে কমিটির এক সদস্য ঐ জেলার দ্বায়িত্ব প্রাপ্ত বন কর্মকর্তা। এ ক্ষেত্রে বন কর্মকর্তাকেও অবহিত করা হয়নি। আর বন কর্মকর্তাকে না জানিয়েই তরিঘরি করে সরকারের কোটি কোটি টাকার সম্পদ মাত্র অর্ধ লক্ষাধিক টাকায় লিজ প্রদান আত্মঘাতি কর্মকান্ড বৈকি কিছুই নয়।