দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ যুবক আটক
সুরমা টাইমস ডেস্কঃ দক্ষিণ সুরমা থানার পিরোজপুর এলাকা থেকে ১৪৭ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব-৯ এর একটি অভিযানিক দল। আটককৃত সুমন আহমদ (৩২) মৌলভীবাজারের কমলগঞ্জ থানার শ্রীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে তাকে আটক করে র্যাব-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল।র্যাব-৯ এর সহকারি পরিচালক এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত সুমন ও জব্দকৃত ইয়াবা দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মাঈন উদ্দিন চৌধুরী।