বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় আহত ৭
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের বিশ্বনাথে অটোরিকশা (সিএনজি) ও রিকশার সংঘর্ষে অন্তত ৭জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা সদরের বিশ্বনাথ-জানাইয়া-খাজাঞ্চী রোডে এঘটনা ঘটে।আহতরা হলেন- রিকশা চালক মোবারক আলী (৩০), যাত্রী ফারুক মিয়া (৩২), ছুরত মিয়া (৪০)। অন্যান্য আহতদের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বিশ্বনাথ উপজেলা সদর থেকে ছেড়ে আসা খাজাঞ্চীগামী একটি অটোরিকশা (সিলেট-থ-১১-৮৩০০) বিপরীত থেকে আসা একটি রিকশা জানাইয়া রোডে আসা মাত্রই মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে অটোরিকশা গাড়িটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায় ও রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।