কর্নেল অলি প্রেসিডেন্ট রেদোয়ান আহমেদ এলডিপির মহাসচিব নির্বাচিত
জাতীয় কাউন্সিলের মাধ্যমে লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে কর্নেল (অব.) অলি আহমেদ ও মহাসচিব রেদোয়ান আহমেদ পুনর্নিবাচিত হয়েছেন।
সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলটির চতুর্থ কাউন্সিলে এ কমিটি নির্বাচিত হয়।
কমিটির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন আবদুল করিম আব্বাসী ও মামদুদুর রহমান। ভাইস প্রেসিডেন্ট এবাদত হোসেন ম-ল, মো. নুরুল আলম। উপদেষ্টাম-লীর সদস্য অধ্যাপক ডক্টর এমএ গফুর, ডা. মো. আবু জাফর সিদ্দিকী, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মাওলানা খালেদ সাইফুল্লা, তমিজউদ্দিন টিটু, দফতর সম্পাদক কাজী মতিউর রহমান ও আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন তালুকদার, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম রওনক, সালাউদ্দিন রাজ্জাক, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী এবং কোষাধ্যক্ষ হয়েছেন জাহিদ হোসেন বুলবুল। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ৪৬ জনকে সদস্য করা হয়েছে।
নিম্নে জাতীয় কমিটির তালিকা দেওয়া হলো।
১। প্রেসিডেন্ট ডক্টর অলি আহমদ, বীর বিক্রম, পি এইচ ডি।
২। প্রেসিডিয়াম সদস্য মন্ডলী ১। ডক্টর রেদোয়ান আহমেদ (প্রাক্তন এমপি ও প্রতিমন্ত্রী)
২। জনাব আবদুল করিম আব্বাসী (প্রাক্তন এমপি ও হুইপ)
৩। জনাব মামদুদুর রহমান (প্রাক্তন এমপি ও মন্ত্রী)
৪। এডভোকেট আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান (প্রাক্তন এমপি)
৫। প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ (প্রাক্তন এমপি)
৬। জনাব আবদুল গনি (প্রাক্তন এমপি)
৭। জনাব মোঃ কামাল উদ্দিন মোস্তফা (প্রাক্তন প্রধান প্রকৌশলী, পি.ডব্লিউ.ডি)
৮। ব্যারিস্টার নজরুল ইসলাম ভূঁইয়া
৩। ভাইস প্রেসিডেন্ট মন্ডলী
১। জনাব এবাদত হোসেন মন্ডল, (প্রাক্তন এমপি)
২। জনাব সিরাজ হক সিরাজ (যুক্তরাজ্য)
৩। জনাব মোহাম্মদ সেলিম উল্লাহ
৪। জনাব মোঃ নুরুল আলম (প্রাক্তন এমপি)
৫। এডভোকেট মোঃ ওবায়দুল হক
৬। ডক্টর নেয়ামুল বশির
৭। মোঃ হামিদুর রহমান খান (প্রাক্তন ডিসি)
৮। এডভোকেট চৌধুরী এ.এম খায়রুল কবির খান পাঠান
৯। জনাব জাফর আহমদ চৌধুরী, এম.এস.সি (কুয়েত)
৪। উপদেষ্ঠা মন্ডলী
১। অধ্যাপক ডক্টর. এম এ গফুর, পিএইচডি- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২। ডক্টর কাজী আলমগীর কবির, পিএইচডি
৩। অধ্যাপক ড. মুঃ সাইফুল ইসলাম, পিএইচডি
৪। ডাঃ মোঃ আবু জাফর সিদ্দিকী
৫। অধ্যক্ষ আবদুস সালাম
৬। সহকারী অধ্যাপক ওমর ফারুক
৭। অধ্যাপিকা মোছাঃ কারিমা খাতুন
৮। অধ্যক্ষ আতিকুর রহমান
৯। আহমেদ মীর্জ খবীর
৫। মহাসচিব ১। ডক্টর রেদোয়ান আহমেদ (প্রাক্তন এমপি ও প্রতিমন্ত্রী)
৬। যুগ্ম মহাসচিব ১। জনাব শাহাদাত হোসেন সেলিম
২। এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, প্রাক্তন পিপি
৩। ড. জহিরুল হক, পিএইচ ডি
৪। এডভোকেট মোঃ মোকলেসুর রহমান
৫। আলহাজ্ব মাওলানা খালেদ সাইফুল্লাহ
৬। জনাব তমিজ উদ্দিন টিটু
৭। জনাব আবদুর রউফ মামুন সরকার
৭। দপ্তর সম্পাদক ১। কাজী মতিউর রহমান, এম.এস.সি
২। জনাব মোঃ আতাউর রহমান
৮। সহ দপ্তর সম্পাদক ১। জনাব ওমর ফারুক সুমন
৯। সাংগঠনিক সম্পাদক ১। ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল হোসেন তালুকদার
২। সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম রওনক
৩। জনাব এ কে এম সামশুল হক
৪। জনাব তৌহিদুল আনোয়ার
৫। জনাব সাইদুর রহমান রূপা চৌধুরী
৬। জনাব মোঃ মজিবর রহমান শাহীন
৭। জনাব আবু সাঈদ
৮। জনাব সালাউদ্দিন রাজ্জাক
১০। কোষাধ্যক্ষ ১। জনাব জাহিদ হোসাইন বুলবুল
১১। সহ সাংগঠনিক সম্পাদক ১। জনাব আবদুল জব্বার চৌধুরী
২। জনাব মোঃ আফরুজজামান
১২। আইন বিষয়ক সম্পাদক ১। এডভোকেট আবুল হাশেম ভূঁইয়া
১৩। মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ১। জনাব মোঃ ইউসুফ
১৪। যুব বিষয়ক সম্পাদক ১। জনাব শফিউল বারী রাজু
১৫। মহিলা বিষয়ক সম্পাদক ১। জনাবা লাকী হোসেন
১৬। প্রচার সম্পাদক ১। মোঃ বিল্লাল হোসেন মিয়াজী
১৭। সহ প্রচার সম্পাদক ১। মোঃ শাহজাহান মাদ্রাজী
১৮। কৃষি বিষয়ক সম্পাদক ১। চাষী মোঃ সাইদুর রহমান
১৯। স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ১। জনাব মোঃ আবদুস সামাদ আজাদ
২০। যুব মহিলা বিষয়ক সম্পাদক ১। জনাবা ফাতেমা আক্তার ঝুমা
২১। পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ১। জনাবা সাবিহা নূর উর্মি
২২। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ১। ডাঃ ফজল-ই-আকবর চৌধুরী
২৩। প্রবাসী বিষয়ক সম্পাদক ১। জনাব মোঃ আক্তার (ইউএই)
২৪। ধর্ম বিষয়ক সম্পাদক ১। জনাব তালুকদার মামুন
২৫। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ১। জনাবা কিশোয়ার জাহান মুন্নী
২৬। ক্রীড়া বিষয়ক সম্পাদক ১। জনাব খাজা আতিকুর রহমান মনি
২৭। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ১। অধ্যাপিকা তপতি রানী কর
২৮। শ্রম বিষয়ক সম্পাদক ১। জনাব দবিরুল ইসলাম
২৯। স্বনির্ভর বিষয়ক সম্পাদক ১। জনাব জাহাঙ্গীর রেজা চৌধুরী
৩০। গণশিক্ষা বিষয়ক সম্পাদক ১। এডভোকেট স্বপন সরকার
৩১। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ১। জনাব সুলতান আহমেদ (বিএসসি অনার্স, এম.এস.সি)
৩২। সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ১। প্রভাষক নুরুল হক বকুল
৩৩। শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ১। জনাব এম. এয়াকুব আলী
৩৪। ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ১। জনাবা রেবেকা সুলতানা লাকী
৩৫। অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ১। জনাব শেখ মাহমুদ আলম
৩৬। ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ১। প্রভাষক কবির উদ্দিন
৩৭। শিক্ষা বিষয়ক সম্পাদক ১। অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, এম.বি.এস
৩৮। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ১। অধ্যক্ষ আবুল কাশেম
২। উপাধ্যক্ষ মাহবুবুর রহমান
৩। জনাব মোহাম্মদ রুহুল আমীন
৩৯। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ১। ডাক্তার হাসমত আলী, এম বি বি এস, এফ আর সি এস
৪০। প্রকাশনা বিষয়ক সম্পাদক ১। জনাব মেহেদী আহসান মাহবুব
৪১। শিশু বিষয়ক সম্পাদক ১। বেগম ইয়া আমিন মাহাবুবা (রুনা)
৪২। মুক্তিযোদ্ধা প্রজš§ বিষয়ক সম্পাদক ১। শ্রী অসীম ঘোষ
সম্মানিত সদস্য – ১২৬ জন (জেলা সভাপতি পদাধিকার বলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে গন্য হইবে, এখানে তাদের নাম উল্লেখ করা হয় নাই)।
১। জনাব জিয়াউল হক বাবুল।
২। এডভোকেট ফউজুল আমিন।
৩। এডভোকেট মোঃ নাসির উদ্দিন চৌধুরী।
৪। জনাব এ জি এম শাহজাহান।
৫। জনাব নুরুল কবির।
৬। জনাব মোহাম্মদ হোসেন আলী বেপারী।
৭। জনাব মোঃ মাহফুজুর রহমান খালেদ তুষার।
৮। জনাব গোলাম জাকারিয়া।
৯। সৈয়দ দিদারুল আলম।
১০। জনাব সফি আহমদ খোকা।
১১। জনাব মোঃ রেজাউলাহ লাবু।
১২। জনাব মোঃ হারুণ।
১৩। জনাব শফিকুল ইসলাম শফি।
১৪। জনাব মোঃ শহিদ হোসেন শাহ।
১৫। জনাব আলী আজগর ইসলাম বাবু।
১৬। জনাব শেখ মাহামুদ আলম, এম.এ., এমবিএ।
১৭। জনাবা ইসরাত আলম।
১৮। শেখ মাহাবুব রহমান।
১৯। শেখ মাহমুদ আলম।
২০। জনাবা লাভলী বেগম।
২১। জনাবা মিনারা সাকিক।
২২। জনাব নুরুজ্জামান হিরা।
২৩। জনাব জাহেদ হোসাইন খসরু।
২৪। জনাব মোঃ আকতার হোসেন।
২৫। জনাব আকাশ হোসেন রনি।
২৬। জনাব মোঃ আবদুল করিম।
২৭। জনাব সুধা রঞ্জন সরকার বিপ্লব।
২৮। জনাব মোঃ জাহাঙ্গীর মোল্লা।
২৯। জনাব মোঃ সানোয়ার হোসেন।
৩০। জনাব ইয়ার মোঃ মিঠু।
৩১। জনাব এফ এম আলমামুন।
৩২। জনাব জি এস লিটন।
৩৩। জনাব মিজানুর রহমান।
৩৪। জনাব মোঃ আবদুল মালেক।
৩৫। জনাব মোঃ ফয়সাল আহাম্মেদ।
৩৬। জনাব হারুনুর রশিদ।
৩৭। জনাব এডভোকেট বদরুল আলম জয়।
৩৮। জনাব মোঃ মঞ্জুর হোসেন খাঁন।
৩৯। জনাব আনোয়ারুল ইসলাম আকাশ।
৪০। জনাবা অপর্ণা পাল।
৪১। প্রভাষক মাসুম রানা পাটোয়ারী।
৪২। প্রভাষক মোঃ নাজমুল হোসাইন রাজু।
৪৩। প্রভাষক মোঃ কামরুল হাসান।
৪৪। প্রভাষক জনাব মোঃ রকিবুল হাসান।
৪৫। জনাব নাজির হোসেন।
৪৬। এস এম নিজামউদ্দিন।