তাভেল্লা হত্যার তিন আসামি ৮ দিনের রিমান্ডে
সুরমা টাইমস ডেস্কঃ ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় গ্রেপ্তার চারজনের মধ্যে শ্যুটার রুবেল ছাড়া তিনজন আসামির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে তাবেলা হত্যা মামলায় গতকাল গ্রেপ্তার চাকতি রাসেল, ভাগনে রাসেল ও শরীফকে মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান তাদের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।
এর আগে আজ বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার তাভেল্লার হত্যার কারণ এবং হত্যায় জড়িতদের পরিচয় তুলে ধরেন।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।
সিজার নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও কো-অপারেশন প্রুফসের (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।