স্কলারশিপ নিয়ে কাতারে পড়তে যাচ্ছে ‘ঘড়ি-বালক’
সুরমা টাইমস ডেস্কঃ স্কলারশিপ পেয়ে কাতারে পড়তে যাচ্ছে ‘ঘড়ি বালক’ নামে পরিচিতি পাওয়া মার্কিন কিশোর আহমেদ মোহম্মদ। উদ্ভাবনী এই কিশোরের স্কুল-কলেজ ও উচ্চ শিক্ষার সমস্ত খরচ বহন করবে কাতার ফাউন্ডেশন।
ইয়াং ইনোভেটরস প্রোগামের আওতায় সুদানী বংশোদ্ভূত ১৪ বছরের মার্কিন কিশোর আহমেদকে এই স্কলারশিপ দেয়ার কথা জানিয়েছে কাতার ফাউন্ডেশন।
এই স্কলারশিপ পাওয়ার আগেই একবার কাতার ঘুরে এসেছে ‘ঘড়ি-বালক’। এবার বৃত্তি পেয়ে কাতার যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আহমেদ।
এরকম সুবর্ণ সুযোগ পেয়ে আহমেদ জানায়, ‘কাতারের এডুকেশন সিটিতে আমার মতোই আরও অনেকের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছিলাম। কাতার সুন্দর জায়গা এবং বেশ আধুনিক। মনে হয় সেখানে অনেক কিছু শিখতে পারবো’।
সেপ্টেম্বরে নিজের তৈরি ঘড়ি স্কুলে দেখাতে গিয়ে সুদানী বংশোদ্ভূত মার্কিন কিশোর আহমেদ মোহাম্মদকে ভোগান্তিতে পড়তে হয়। তার উদ্ভাবনকে বোমা ভেবে পুলিশ ডাকা হয়, এরপর গ্রেফতার করা হয় তাকে। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। কিশোর আহমেদের পাশে দাড়ায় বিভিন্ন অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা।