সুনামগঞ্জের ধানক্ষেতে নিয়ে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ, আটক ১
সুরমা টাইমস ডেস্কঃ হাসপাতালের সাদা বিছানায় গত চারদিন ধরে ব্যথায় কাতরাচ্ছে আট বছরের এই প্রতিবন্ধি শিশুটি। গত বৃহস্পতিবার ধর্ষনের শিকার শিশুটির চোখে মুখে অজানা আতঙ্ক, তাই জড়োসড়ো শুয়ে আছে।
পুলিশ ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামে এক প্রতিবন্ধি শিশু গত বৃহষ্পতিবার ধর্ষণের শিকার হয়। এখন কঠোর গোপনীয়তায় শিশুটি গত চারদিন ধরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালী মহল ধর্ষিতার পরিবারকে নানাভাবে চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে একই গ্রামের প্রতিবেশী ইউসুফ আলীর বখাটে ছেলে শাহান (১৬) বাড়ির নিকটবর্তী ধানক্ষেতে খেলা করার ছলে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত চারদিন ধরে মেয়েটি হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনাটি আপোষে নিষ্পত্তির চেষ্টায় তৎপর রয়েছে একটি পক্ষ।
শিশুর বাবা মা জানান, আমাদের প্রতিবন্ধি মেয়েকে একই গ্রামের প্রতিবেশী ইউসুফ আলীর বখাটে ছেলে শাহান ফুঁসলিয়ে বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে ঘটনার বিষয় জানিয়ে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি। মামলা করেছি কিন্তুু বিষয়টি আপোষ করার জন্য হুমকি ধমকি সহ নানা ভাবে চাপ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, মেয়েটি আমরা রক্তাক্ত অবস্থায় প্রথম পেয়ে চিকিৎসা দিয়েছি। এখন সে অনেকটাই সুস্থ তাছাড়া শিশুটির পিতা মাতা অভিযোগ করেছেন, তাদের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। আমরা সে অনুযায়ী চিকিৎসা দিচ্ছি। এ বিষয়ে মামলা হলে আমরা রিপোর্ট দেব।
সদর থানার ওসি মো. হারুন অর রশিদ চৌধুরী বলেন, শিশু ধর্ষনের বিষয়ে মামলা হয়েছে। আমরা ধর্ষককে মঙ্গলবার ভোররাতে আটক করে নিয়ে এসেছি। এখন পরবর্তী ব্যাবস্থা নেয়া হচ্ছে।