নবীগঞ্জে শারদীয় দূর্গাপুজায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থার আহবান

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার ৮৩ টি দুর্গপুজা মন্ডপে যথাযথ প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার আহবান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। নিরাপত্তা ব্যস্থার আহবান জানিয়ে সংবাদপত্রে বিবৃতিদাতারা হলেন নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিহির কুমার রায় মিন্টু সহ-সভাপতি সুখেন্দু পুরকায়াস্থ,নারায়ন রায়,সুষেন্দ্র চন্দ্র দাশ,সাধারন সম্পাদক কালীপদ ভট্টাচার্য্য, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,পবিত্র বনিক,সাংগঠনিক সম্পাদক সলিল বরন দাশ,বিপুল চক্রবর্তী,গৌড়মনি সরকার,পৌর কাউস্নিলর সন্তাষ দাশ,সাবেক পৌর কাউন্সিলর দেবলা দাশ,মৃদুল কান্তি রায়,মুক্তিযোদ্ধা গৌড়দাশ রায়,শিক্ষক রাখাল চন্দ্র দাশ,নিতেশ চন্দ্র রায়,বাদল কৃষ্ণ বনিক,চারু দেব, নৃপেন্দ্র চন্দ্র পাল,ভৈরব দাশ,সাধন চন্দ্র দাশ,কাজল বড়–য়া,অঞ্জন সুত্রধর,মঞ্জু দাশ,সুমন তালুকদার,গোপেশ দাশ প্রমূখ। বিবৃতদাতারা হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎস শারদীয় দূর্গাপুজায় নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৮৩টি পুজা মন্ডপে সুন্দর ও সুষ্ঠভাবে শারদীয় দুর্গাপুজার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান ।