প্রেসক্লাবের সামনে ওলামা লীগের সংঘর্ষ, আহত ১২

olama leageসুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি দল সমর্থিত আওয়ামী ওলামা লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। ওলামা লীগ নেতা ইলিয়াস হোসাইন বিন হেলালী এবং আখতার হুসাইন গ্রুপের মধ্যে আজ শনিবার সকাল ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানাতে মানববন্ধনের আয়োজন করে ওলামা লীগ। সংগঠনের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী যখন মানববন্ধনে আসেন তখনই টুপি পরিহিত অর্ধশতাধিক লোক লাঠি, চাপাতি নিয়ে পাশেই থাকা আখতার গ্রুপের কর্মীদের ওপর হামলা চালান।
olama leage2ওলামা লীগের আখতার হুসাইন গ্রুপের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান শেখ শরিয়তপুরী অভিযোগ করেন, হেলালী গ্রুপের লোকেরা তাদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নালিশ করবেন।
তবে ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী দাবি করেছেন, তিনি ওলামা লীগের সভাপতি। ওলামা লীগের নেতাকর্মীরা জামায়াত-শিবিরের এজেন্টদের পিটিয়ে তাড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, ওলামা লীগ আওয়ামী লীগের স্বীকৃত কোনো অঙ্গসংগঠন নয়। সংগঠনটির কয়েকটি গ্রুপ রয়েছে। সবাই নিজেদেরকে প্রকৃত ওলামা লীগ বলে দাবি করেন। এর আগেও ওলামা লীগ নামধারী কয়েকটি গ্রুপের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে।