সুনামগঞ্জে সময় টিভির প্রতিনিধিকে মারধর, আটক দুই
সুরমা টাইমস ডেস্কঃ সুনামগঞ্জে সময় টিভি ও ঢাকা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র মিঠুকে গতিরোধ করে মারধর করেছে মাতাল অবস্থায় থাকা দুজন। মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে পৌর শহরের চেম্বার অব কমার্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুজনকেআটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলো পৌর শহরের উত্তর আরপিন নগর এলাকার আব্দুল মছব্বির এর পুত্র বাদশাহ মিয়া (১৭) ও একই এলাকার রেজাউল হক এর পুত্র আমীর হামজা আরমান।
সাংবাদিক মিঠু জানান, মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে বাজার করে মোটর সাইকেল যোগে বাসায় ফিরছিল। এ সময় শহরের চেম্বার ভবনের সামনে এই মাতাল অবস্থায় থাকা দুজন তার গতিরোধ করে এলোপাথাড়ি হামলা চালায়। খবর পেয়ে সহকর্মীরা এসে মিঠুকে উদ্ধার করে। বিষয়টি তাৎক্ষনিক সুনামগঞ্জ সদর থানায় জানালে পুলিশ ওই দুই মাতাল যুবককে আটক করে। ওই দুই যুবকের সাথে আগের কোনো পরিচয়ও নেই বলে মিঠু জানায়।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, আটককৃত দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।