জগন্নাথপুরে মেলার নামে অসামাজিকতা বন্ধে ওসির ‘জিহাদ’

fire on jatra pandalসুরমা টাইমস ডেস্কঃ জগন্নাথপুরে মেলার নামে অসামাজিকতা বন্ধের দাবিতে এলাকার সচেতন যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়। এ সময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষন করে মেলার নামে অসামাজিকতা বন্ধে জিহাদ ঘোষনা করেন।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের পাশে হাওরে রাণীগঞ্জ কলেজের নাম ভাঙিয়ে বসন্ত মেলার নামে অসামাজিক কর্মকান্ড বসানোর জন্য বেশ কয়েক দিন ধরে একটি মহল তৎপরতা চালিয়ে আসছে। এদিকে মেলাটি বন্ধের দাবিতে এলাকাবাসী ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অবশেষে এতোসব আন্দোলনের মুখেও গত শনিবার রাত থেকে মেলা শুরু হয়। মেলাটি শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, মেলার নামে অসামাজিকতা বন্ধে আমি জিহাদ ঘোষনা করেছি। অতিরিক্ত পুলিশের জন্য আবেদন করা হয়েছে। সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ আসলেই মেলাটি ভেঙে ফেলা হবে।