আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরী সভা
আগামীকাল ২ রা অক্টোবর ২০১৫ (শুক্রবার) বিকাল ৪ টায় পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হবে। লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় জাতীয় কাউন্সিল ২০১৫, জেলা-উপজেলা কমিটি পুর্নগঠন ও জোটের রাজনীতিসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে। বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সকল স্তরের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকতে পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী অনুরোধ জানিয়েছেন।