চুনারুঘাটে রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে একই পরিবারের শিক্ষক সহ ৩ জন আহত
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের রামশ্রী গ্রামের শেখেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী (৪৮), তার বড় ভাই জয়নাল আবেদীন (৫৫) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৩০) সহ ৩ জন গুরুতর আহত। জানা যায়, গত সোমবার সকাল ৮টার দিকে রামশ্রী গ্রামের ইউনুছ আলী শিক্ষকের বসতবাড়ির উত্তরদিকে পুরনো চলাচলের রাস্তা জোর পূর্বক বন্ধ করে দেয় একদল সন্ত্রাসীরা। বাঁশের বেড়া দিয়ে জোর পূর্বক দখল করার চেষ্টা চালালে এসময় এলাকাবাসী সহ শিক্ষক ইউনুছ আলী, তার ভাই ভাবী সহ বাধা দিলে একদল সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে শিক্ষক ইউনুছ আলীর বাম হাতে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ও তার ভাই ভাবীকে বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাদের শোর চিৎকার শুনে স্থানীয় আশপাশের লোকজনরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় শিক্ষকসহ ৩ জনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষক ইউনুছ আলী জানান, চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের রামশ্রী একই গ্রামের একদল সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে জোর পূর্বক রাস্তা বন্ধ করে দেয় ওই এলাকার প্রভাবশালী সন্ত্রাসী আহম্মদ আলীর পুত্র আবুল কালাম (২৪), মৃত ছুরত আলীর পুত্র আব্বাছ আলী (৩৪) ও জিতু মিয়া (৪০) সহ একদল সন্ত্রাসীদের ধারালো অস্ত্রসস্ত্রের আঘাতে একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়। এ ব্যাপারে শেখেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে চুনারুঘাট থানায় ৩/৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। চুনারুঘাট থানার এস.আই আশরাফুল ইসলাম ঘটনাস্থল বিকাল ৪টার দিকে পরিদর্শন করেন। পুলিশ জানায়, এলাকার প্রভাবশালী সন্ত্রাসীদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে সন্ত্রাসীরা আত্মগোপন করে পালিয়েছে।