ছাত্রলীগের অতর্কিত হামলা কমলগঞ্জ প্রেসকাব সম্পাদকের উপর
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: কমলগঞ্জ প্রেসকাবের সামনেই প্রেসকাব সম্পাদক দৈনিক সংবাদ ও উত্তরপূর্ব পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি শাহীন আহমদে এর অতর্কিত হামলা করেছে ছাত্রলীগের একাংশ। শনিবার ১৯ সেপ্টেম্বর বেলা সোয়া একটায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারের ১০ নং গলিতে কমলগঞ্জ প্রেসকাবের সামনে এ ঘটনাটি ঘটে। হামলায় আহত শাহীন আহমেদ কমলগঞ্জ হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন। সাংবাদিক শাহীন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া একটায় কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের (সাবেক চিফ হুইপ সমর্থিত) দুই যুগ্ম আহ্বায়ক হামিম মাহমুদ, আমির মিয়া ও তাদের বাড়াটে জাহেদ এর নেতৃতে তিনটি মোটর সাইকেল যোগে ৮-১০ জন ছাত্রলীগ নেতা-কর্মী এসে শাহীন আহমদের ওপর উপর পেছন থেকে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় শাহীন আহমেদ বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এ সময় প্রেসকাবে অবস্থানরত সাংবাদিক কামরুল হাসান, সোহেল রানা ও স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করান। সাংবাদিক শাহীন আহমদ জানান, তিনি প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সমর্থিত ছাত্রলীগ এর রাজনীতির সাথে যুক্ত ছিলেন। মন্ত্রী মারা যাবার ৫ দিনের মধ্যে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক লিটন পাল ঘটনাস্থল থেকে আলামত হিসাবে শাহীন আহমেদ ছেড়া জামা জব্দ করেন। ঘটনার পর কমলগঞ্জে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। এ ব্যাপারে হামলাকারীদের একজন আমির মিয়ার সাথে মুঠোফোনে (০১৭৪৩৮৪৯১২৪) কয়েক দফা চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ছাত্রলীগ (উপাধ্যক্ষ এম এ শহীদ সমর্থিত) কমলগঞ্জ উপজেলার শাখার সভাপতি সানোয়ার হোসেন বলেন, বিষয়টি সামাজিকভাবে বৈঠক করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রেসকাব (অপরাংশের) সম্পাদক সাজিদুর রহমান সাজু জানান, প্রেসকাব (একাংশের) সম্পাদক শাহীন আহমদ আমাদের প্রেসকাবের অফিসে আমার সাথে একটি ব্যক্তিগত বিষয়ে পরামর্শ করতে এসে প্রেসকাবের সামনে লাঞ্চিত হয়েছেন। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, এ ব্যাপারে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।